সেনবাগে নববধূর আত্মহত্যা মামলায় স্বামী গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির খাজুরিয়া থেকে জান্নাতুল ফেরদাউস( ২১) নামে এক নববধূর আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী আমির হোসেন (২৫) কে সেনবাগ থানার এসআই গৌরসাহা গ্রেফতার করেছে। সেনবাগ থানার ওসির দিকনির্দেশনায় আজ সোমবার দুপুর ৩ টার দিকে এসআই গৌরসাহার নেতৃত্বে পুলিশ খাজুরিয়া গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করেছেন।
৫ মে বুধবার ভোর ৫ টার দিকে স্বামী আমির হোসেন এর বসতঘরের চৌকিতে শোয়া অবস্হায় গৃহবধূ জান্নাতের লাশ উদ্ধার করে সেনবাগ থানার এসআই সাইফুল ইসলাম। ৫ মে সেহেরী খাবার পর গৃহবধূ জানালার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে স্বামী আমির হোসেন ও তার পরিবার নিহতের পিতার বাড়ী সোনাইমুড়ীর বারগাঁও গ্রামে খবর পাঠায়। নিহত জান্নাত বারগাঁও গ্রামের প্রবাসি জাহাঙ্গীর আলমের একমাত্র কন্যা।
মামলার বাদিনী নিহত জান্নাতের মাতা জহুরা বেগম সোমবার বিকেলে গণমাধ্যম কে জানান, এক বছর আগে খাজুরিয়া গ্রামের কালুমিয়ার পুত্র আমির হোসেনের সাথে তার বিয়ে হয়।এপ্রিল মাসে স্হানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমির হোসেনের পিতা মাতার সম্মতিতে লাখ টাকা যৌতুক নিয়ে জান্নাতুল ফেরদাউস কে শ্বশুর পক্ষ ঘরে তোলে। এর পরই চলে নির্যাতন। মানুষিক নির্যাতন ও অত্যাচরে ঘটনার দিন ভোর রাতে রহস্যজনক মৃত্য ঘটে তার। এ ব্যাপারে নিহতের মাতা জহুরা বেগম বাদী হযে ৪ জনকে আসামী করে সেনবাগ থানায় এজাহার দাখিল করেন।
নিহতের ভাই মাদ্রাসা শিক্ষার্থী সুজন জানান,এটি পরিকল্পিত হত্যা। পুলিশ তদন্ত করে জড়িত অপর আসামীদের গ্রেফতারের দাবী করেন।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা নিহতের স্বামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।




error: Content is protected !!