সেনবাগে বিদ্যুৎস্পুষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ইন্টানেট (ওয়াইফাই) সংযোগ লাইনের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ কামাল উদ্দিন প্রকাশ চন্দন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
ওই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টারদিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১নং ওয়ার্ডের বটতলা বাজারে। নিহত কামাল উদ্দিন চন্দন পাশ্ববর্তী ৮নং বীজবাগ ইউনিয়নের বক্সীর বাদশা মিয়া চৌকিদার বাড়ির মোঃ সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, চন্দন মঙ্গলবার বেলা সাড়ে ১১টারদিকে সহকর্মীদের নিয়ে ওয়াইফাই ইন্টানেট সংযোগ লাইনের তার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টানানোর সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃস্ট হয়ে খুঁটি থেকে ছিটকে নিচে মাটিতে পড়ে যায় গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুর সংবাদ দ্রুত চারিদিকে ছঢ়িয়ে পড়লে তার লাশ এক নজর দেখার জন্য এলাকার শতশত নারী পূরুষ ইয়ারপুর মলঙ্গীতোলা নানার বাড়িতে ভিড় জমায় এতে শোকের ছায়া নেমে আসে।
যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী এধরণের ঘটনা থানায় কেউ অবহিত করেনি বলে জানান।




error: Content is protected !!