সেনবাগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে’ ‘অধিদপ্তরে প্রতিকার মেলে লঙ্ঘীত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এই শ্লোগানকে ধারণ করে নোয়াখালীর সেনবাগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টার সময় সেনবাগ উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, সমাজসেবা কর্মকর্তা নাছরুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন, সেনবাগ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লা,ব্যবসায়ী সুমন সাহা প্রমুখ।সভায় উপজেলার ৯ ইউপি ও একটি পৌরসভার চেয়ারম্যান, সচিব,ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাহী অফিসার ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও মেয়াদ উত্তির্ন এবং নকল পন্য বিক্রি থেকে বিরত থাকার অনুরোধ জানান। অন্যথায় এর ব্যাতিক্রম হলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করার ঘোষনা দেন।




error: Content is protected !!