মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর-মগুয়া সড়কের মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টরের মুখামুখি সংঘর্ষে লায়লা বেগম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছে। এ ঘটনায় আবদুল মোতালেব (২৬) ও ফারজানা আক্তার (২৫) নামের অপর দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। আহদেরকে স্থানীয়রা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করেছে। ওই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩জুন)দুপুর সাড়ে ১২টারদিকে উপজেলার ডমুরুয়া ইউপির গোলাম ছাওয়ারের বাড়ির দরজায়।
নিহত গৃহবধূ বাড়ির সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের দক্ষিন তাহিরপুর গ্রামে। সে ওই গ্রামের আবদুল হালিমে স্ত্রী ও দুই সন্তানের জননী। আহতরা হচ্ছে এই বাড়ির আবুল কালামের ছেলে মোটরসাইকেল চালক আবদুল মোতালেব ও অপরজন হচ্ছে মোটরসাইকেল আরোহী একই বাড়ির মিজানুর রহমানের স্ত্রী ও নিহতের ননদ ফারজানা আক্তার।স্থানীয় সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে ডাক্তার দেখানোর জন্য লায়লা বেগম ও ফারজানাকে নিয়ে আবদুল মোতালেব নিজ বাড়ি থেকে তার মোটরসাইকেল যোগে সেনবাগের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ডমুরুয়া ইউনিয়নের তাহিরপুর-মগুয়া সড়কের গোলাম ছাওয়ারের বাড়ির দরজা নামক স্থালে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মুখামুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়। তিনজন গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লায়লাকে মৃত ঘোষনা করে। আহদের হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পৌছে দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল ও ট্রাক্টরটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসারইনচার্জ(ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।