সেনবাগে যুবদলের কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
অসাংগঠনিক ও অনৈতিক সুবিধা নিয়ে ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষণার অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব কে বহিষ্কার ও ৯ টি ইউনিয়ন আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা যুবদলের ৩ যুগ্ন আহবায়ক ও পদবঞ্চিত উপজেলা ও ৯টি ইউনিয়নের যুবদলের একাংশ। বুধবার রাতে সেনবাগ প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ আলম চৌধুরী ফুটন।আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরমান হোসেন সুমন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ফখরুল ইসলাম টিপু,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য মোঃ মামুন,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভাষানী,আবুল কাশেম।সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব দীর্ঘ ২ বছরেও একটি সভা করতে পারেনি,তারা একই সাথে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদে রয়েছেন।এছাড়া অনিয়মের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষণা করায় জেলা কমিটি উপজেলা কমিটি সহ ইউনিয়ন কমিটি গুলো স্থগিত করে।পরবর্তীতে গত ১১ নভেম্বর পুনরায় কারো সাথে কোনরুপ আলোচনা না করেই অনৈতিক সুবিধা নিয়ে কিছু সংযোজন, বিয়োজন করে পুনরায় ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়, যাতে ত্যাগী ও নির্যাতিতদের বাদ দেয়া হয়।
এ সময় বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব কে বহিষ্কার ও ইউনিয়ন আহবায়ক কমিটি গুলো বাতিল করে ত্যাগী, ও যোগ্যদের নিয়ে কমিটি ঘোষণা করার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।



error: Content is protected !!