মোঃ ইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর সেনবাগে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও অসহায় ১৩০ পরিবারে নগদ ২ হাজার টাকা করে ২ লাখ ৬০ হাজার টাকা ঈদ উপহার দিয়েছেন আমেরিকা প্রবাসি বিশিষ্ট ব্যবসায়ী মো: জহির হোসেন হৃদয়।
মঙ্গল বার দুপুরে কাদরা ইউনিয়নের হিজলী মিয়া বাড়ীতে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার তুলে দেন রেমিটেন্সযোদ্ধা জহির হোসেন হৃদয়ের বড় বোন রৌশন আরা বেগম ও বড় ভাই সাধারন বীমা করর্পোরেশনের কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন।
এর আগে তিনি ২২ মে হিজলীর অসহায় ১১৭ পরিবারে নগদ ৩ হাজার টাকা করে ৩ লাখ ৫১ হাজার টাকা প্রদান করেন। রমজানে মাস ব্যাপী শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন।এছাড়া করোনা মহামারীতে ১৬ এপ্রিল আমেরিকার বাঙ্গালি কমিউনিটির সাহায্যে ব্যবসায়ী জহির হোসেন হৃদয় ৩ লাখ ৫৪ হাজার ৭৩ ডলার বাংলাদেশী টাকায় প্রায় সোয়া ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকার বাঙ্গালী কমিউনিটি সহ করোনা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত ২৯৫ টি পরিবারে ত্রান হিসেবে বিপুল পরিমান এ অনুদান বিতরনের বিষয়টি নিশ্চিত করেছেন হৃদয়ের ভগ্নিপতি আমেরিকা প্রবাসি মো: আবদুর রাজ্জাক। এছাড়া তিনি মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক অবদান রেখেছেন। রেমিটেন্সযোদ্ধা জহির হোসেন হৃদয় জানান, মানবসেবায় ভবিষৎতে ও তিনি তার সহযোগীতার হাত প্রসারিত রাখবেন।