সৈয়দপুরে ৬ দোকানে এক কোটি টাকার মালামাল চুরি

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর প্রধান সড়কে এক রাতে ৬টি দোকান চুরির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরের ব্যবসায়ীরা।
সোমবার (১৩জুলাই) সকালে দোকান খুলতে এসে শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের কয়েকটি দোকানের দেয়ালা ভাঙা, ভেন্টিলেটরের গ্রিল ও টিনের চালা কাটা এবং ক্যাশবাক্স এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

চুরি হওয়া দোকানগুলো হচ্ছে হাবিবা ফার্মেসি, সেবা ফার্মেসি, লাইট হাউস, জাবেদ ইলেকট্রনিকস ও রাজু ইলেকট্রনিকস।

ধারণা করা হচ্ছে, প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ খোয়া গেছে। ব্যস্ততম সড়কে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দোকানিরা। এর কয়েক দিন আগে বিমানবন্দর মার্কেটের ৭টি দোকানে চুরির ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই চোরদের ধরা হবে।




error: Content is protected !!