স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে সেনবাগে আলোচনা ও পুরস্কার বিতরণ
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বিভিন্ন প্রতিযোগিতা,আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নসরুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, বিআরডিবি কর্মকর্তা হাসিনা আক্তার সহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক -শিক্ষার্থী,সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার লোকে উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও বিভিন্নধরনের তথ্যভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়। পরে অতিথি বৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।