স্বাধীনতা বিরোধী চক্র দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে ওত পেতে রয়েছে – ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এমপি শাওন

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
লালমোহন (ভোলা)  প্রতিনিধি :
ভোলার লালমোহনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদয্যাপন  উপলক্ষে  বিশেষ বর্ধিত সভা  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায়  পৌরসভা আওয়ামিলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে  সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন  বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণের পর সারা দেশের ন্যায় লালমোহনের দামাল ছেলেরা দেশ মাতৃকাকে হানাদারমুক্ত করতে ঝাঁপিয়ে পেরেছেন। টানা ৯ মাসের যুদ্ধের পড় এ দেশ স্বাধীন হয়েছেন। স্বাধীনতা যুদ্ধে পাক হায়েনাদের কবল থেকে দেশকে মুক্ত করা হলেও আজও স্বাধীনতা বিরোধী চক্র দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে ওত পেতে রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। এসময় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে করণীয় ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি  । পড়ে সকল শহীদের স্মরণে এবং  এমপি মহোদয় এর সহধর্মিণী ও বড় ছেলে নাওয়ালের সুস্থতা কামনায়   দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহ জামাল দুলাল, খালেক সওদাগর, পৌর যুবলীগের সভাপতি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর মহিলা আওয়ামিলীগের সভানেত্রী সালমা জাহান বুলু,সাধারণ সম্পাদিকা পারবিন আক্তার,৭ নং ওয়ার্ড কাউন্সিলর  নবিন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হিরন, ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মাজেদ পাটোয়ারী,  পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



error: Content is protected !!