হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট উপজেলা নির্বাহী র্কমর্কতা শায়েস্থাগঞ্জের মিনহাজুল ইসলাম

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

অপরাধ ডেক্্র ঃ হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট উপজেলা নির্বাহী কর্মর্কতা (ইউএনও) হিসাবে শায়েস্থাগঞ্জের মোঃ মিনহাজুল ইসলাম কে জাতীয় শুদ্ধাচার পুরুস্কার এর জন্য মনোনীত হয়েছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণ করে কর্মক্ষেত্রে দ্রততার সঙ্গে ও সহজে সেবা দেওয়ার স্বীকৃতি হিসাবে তাকে এ-পূরুস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে শুদ্ধাচার পুরুস্কার প্রদান নীতিমালা , ২০১৭ প্রণয়ন করে মন্ত্রী পরিষদ বিভাগ। গত ২০শে জুন হবিগঞ্জ জেলা প্রশাসকের স¦াক্ষরিত এক পরিপত্রে এ মনোনয়ন প্রদান করা হয়। তৃনমূল পর্যায়ে সরকারী পরিসেবা মানুষের দোর গোড়ায় পৌছে দেয়া, মাঠ পর্যায়ে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্থবায়ন ও মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারী কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে শুদ্ধাচার বিষয়ক মূল্যায়নের ভিত্তিতে মোঃ মিনহাজুল ইসলাম কে এ পুরুস্কারের জন্য মনোনয়ন প্রদান করা হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মোঃ মিনহাজুল ইসলাম যোগদান করার পর থেকে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সরকারী পরিসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে উপজেলার সংলিষ্ট বিভাগ সমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স¦চ্ছতার ভিত্তিতে দ্বায়িত্ব পালনের বিশেষ পদক্ষেপ গ্রহন করেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অনিয়ম দূরীকরনে তার দৃশ্যমান পদক্ষেপ উপজেলায় ব্যাপক ভাবে প্রশংসিত হয়। এ বিষয়ে শুদ্ধাচার পুরুস্কারের জন্য মনোনীত শায়েস্থাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, আমাকে এই পুরুস্কারের জন্য মনোনীত করায় জেলা প্রশাসক স্যার এবং আমার উপজেলার সকল অফিসের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এই পুরুস্কারের সম্মান ধরে রেখে যেন আগামীতেও ভাল কাজ করে যেতে পারি এতে সকলের সহযোগীতা কামনা করছি।




error: Content is protected !!