হযরত আল্লামা শাহ আব্দুল হালিম ইসলামাবাদী হুজুরের সাথে চট্রগ্রামে সৌজন্যে সাক্ষাৎ করেন সিলেটের বরেণ্য উলামায়ে কেরামগন৷

প্রেস বিজ্ঞপ্তিঃ
উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও হযরত শায়খুল ইসলাম সায়্যিদ হোছাইন আহমদ মাদানী (রহঃ) এঁর ৩৯তম খলিফা শায়খে তরিকত হযরত আল্লামা শাহ আব্দুল হালিম ইসলামাবাদী হুজুরের সাথে চট্রগ্রামে সৌজন্যে সাক্ষাৎ করেন সিলেটের বরেণ্য উলামায়ে কেরামগন৷
হযরত আল্লামা শাহ আব্দুল হালিম ইসলামাবাদী হুজুরের সাথে চট্রগ্রামস্থ লোহাগাড়া থানাধীন পদুয়া এলাকায় হুজুরের বাসভবন তেওয়ারীখিলে
সৌজন্যে সাক্ষাৎ করেন,বৃহত্তর সিলেট তথা বর্তমান সময়ের প্রখ্যাত বুজুর্গ
কুতুবে জামান মোজাহিদে মিল্লাদ হযরত মাওলানা প্রয়াত শায়েখ আমিন উদ্দীন শায়েখ কাতিয়া (রহঃ)এঁর সুযোগ্য খলিফা ও দরগায়ে হযরত শাহ্ পরাণ (রহঃ) জামে মসজিদের সাবেক খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ আব্দুল মতিন নবীগঞ্জী হুজুর৷ আজ বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রামস্থ হুজুরের বাসভবনে তাঁর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন,এসময় তাঁর সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক আব্দুল হাফিজ চৌধুরী সহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগন৷পরিশেষে দেশের এই ক্রান্তিলগ্নে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ থেকে দেশ ও জাতির মুক্তির জন্য
চোখের পানিতে আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পেশ করেন হুজুর। মহান আল্লাহ পাক যেন সমগ্র মানব জাতিকে এই পরিস্থিতিতে মুক্তি দান করেন৷