হরিণের মাংসসহ আটক-৪

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

আলী আজীম,মোংলাঃ

বাগেরহাটের মোংলা উপজেলার হলদিবুনিয়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ ৪ জন পাচারকারী আটক করেছে পুলিশ ।সোমবার (১৪ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিবুনিয়ার বালুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম জানান,মোংলার সুন্দরবন থেকে বৌদ্ধমারী হয়ে অবৈধ পন্থায় মোটর সাইকেল যোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বালুর মোড় এলাকায় হরিণের মাংস পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগ থেকেই সেখানে থাকা উপপরিদর্শক(এএসআই)সাধন বিশ্বাস ও এএসআই অমিত’র নেতৃত্বে তাদের ৪জনকে আটক করা হয়।পরে তাদের মোটর সাইকেল থেকে প্যাকেটজাত ২৫কেজি হরিণের মাংস পাওয়া যায়।এ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন,জপতোষ মন্ডল(৩৮),টিটুু মন্ডল(২৭),নাজমুল মল্লিক(৪৯) ও অনিমেষ মন্ডল(৩৮)।তাদের বাড়ি বাগেরহাটের মোংলা,খুলনা ও গোপালগঞ্জ জেলায়।

এ ঘটনায় সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে প্রবেশ ও হরিণ শিকার করে পাচারের চেষ্টার অভিযোগে বন আইনে মামলা করেন।

মঙ্গলবার(১৫ডিসেম্বর) সকালে মামলার পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




error: Content is protected !!