হাকিমপুর ( হিলি) পৌর নির্বাচনে পুনরায় নৌকার মাঝি হলেন জামিল হোসেন চলন্ত

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ

আগামী ৩০ জানুয়ারী বুধবার আসন্ন দিনাজপুরের হাকিমপুর ( হিলি) পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে, পুনরায় নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র এবং পৌর আওয়ামীলীগের সভাপতি এন.এ.এম জামিল হোসেন চলন্ত।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপের ৬৪ টি পৌরসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে হাকিমপুর ( হিলি) পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান পৌর মেয়র এবং পৌর আওয়ামীলীগের সভাপতি এন.এ.এম জামিল হোসেন চলন্তর নাম ঘোষণা করা হয়। গতকাল রাতে সংবাদটি নিশ্চিত হওয়ার পর উৎসুক দলীয় নেতাকর্মী পৌর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।

এ বিষয়ে মুঠো ফোনে জামিল হোসেন চলন্ত বলেন, আসন্ন পৌর নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি।

তিনি আরো বলেন, আগামী হাকিমপুর পৌর নির্বাচনে পৌরবাসী আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে একটি মডেল পৌরসভা এবং আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ করে দেবেন বলে আমি আশাবাদী।

এদিকে হাকিমপুর ( হিলি) পৌরসভা নির্বাচনে স্হানীয় আওয়ামী লীগের দলীয় ভোটে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এন.এ.এম জামিল হোসেন চলন্ত, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম ( লিটন), সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, ও উপজেলা আওয়ামীলীগের সদস্য বুদলা উড়াওসহ মোট ০৪ জন। সেখানে জামিল হোসেন চলন্ত ৫৮ ভোটের মধ্যে ৪৭ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন এর তৃতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী হাকিমপুর পৌরসভায় ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ব্যালটের মাধ্যমে আগামী ৩০ জানুয়ারি বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




error: Content is protected !!