হাটহাজারী ইউ পিচেয়ারম্যান সমিতির সভাপতি বাচ্চু সম্পাদক লাভু

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

আসলাম পারভেজ, হাটহাজারী, হাটহাজারী উপজেলার ইউপি চেয়ারম্যান সমিতির নতুন দায়িত্ব পেয়েছেন চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু ও ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভু। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সভাপতি হিসেবে বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে লাভুকে দায়িত্ব বুঝে দেন সাবেক চেয়ারম্যান আলমগীর জামান ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এসময় চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, সরোয়ার মোর্শেদ তালুকদার, আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সমিতির সমন্বয়কারী মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, এ সময় সংক্ষিপ্ত বত্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল,এতে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান সমিতির প্রথম সভাপতি ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম বলেন, হাটহাজারী উপজেলার ইউপি চেয়ারম্যান সমিতি প্রতি বছর সভাপতি সাধারণ সম্পাদক পরিবর্তন করে নজির সৃষ্টি করেছেন। কোথাও এই নিয়ম নেই। অন্য জায়গায় ৫বছরের জন্য একজন সভাপতি এবং একজন সম্পাদক। আমরা বাৎসরিক এই নিয়ম করায় সবাই সভাপতি সম্পাদক হয়েছে। এর দ্বারা কারো মনেই কষ্ট আসেনি। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান সমিতির এই পন্থা সবাই অবলম্বন করুক আমরা এই আশাই করি। তিনি আরো বলেন, আমাদের ১৪ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে দুজন বিএনপি সমর্থিত হলেও আমাদের মধ্যে একটা জোট রয়েছে। আমরা সবাই একে অপরের বিপদে কাজ করেছি। অনেকে জোট ভাঙ্গার চেষ্টা করেও সফল হয়নি। যতদিন আমরা চেয়ারম্যান আছি ততদিন আমরা এক ও অভিন্ন থাকব। আলোচনা শেষে নতুন দায়িত্ব প্রাপ্তদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল চেয়ারম্যানবৃন্দ। সভাপতি সম্পাদকের নতুন দায়িত্বপ্রাপ্তদ্বয় যথাযতভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।




error: Content is protected !!