বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা,হাটহাজারী পৌরসভার অন্তর্গত ফটিকা নিবাসী ৬ নাম্বার ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা জনাব আলহাজ্ব নুরুল আলম কালু’র সহধর্মিনী, প্যারেন্টস ফিলিং স্টেশন এর মালিক,প্রখ্যাত ব্যবসায়ী,শিক্ষানুরাগী,সমাজের বড়-ছোট সকলের প্রিয় জনাব মোহাম্মদ রাশেদ এর আদরনীয়-প্রাণপ্রিয় আম্মাজান গত ৪ জুলাই শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে,নাতি,নাতনি সহ অসংখ্য আত্মিয় স্বজন এবং গুনগ্রাহী রেখে যান।নামাজে জানাজাঃ–মরহুমার নামাজে জানাজা ফটিকা প্যারেন্টস তেলের পাম্প মাঠে রাত ১১-৩০ মিনিটের সময় অনুস্ঠিত হয়। নামাজে জানাজা’য় প্রচুর মানুষের সমাগম হয়।উপস্হিত মানুষের সামনে ছেলে মোহাম্মদ রাশেদ তাঁর মায়ের জন্য আন্তরিকভাবে সকলের নিকট দোয়া কামনা করেছেন।নামাজে জানাজা শেষে তাঁকে শুক্কুর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্হানে কঠোরভাবে স্বাস্হ্যবিধি অনুসরন করে দাফন করা হয়।।শোক প্রকাশঃ-হাটহাজারী প্রেস ক্লাব এর সভাপতি বাবু কেশব বড়ুয়া,সি,সহ সভাপতি শিমুল মহাজন সহ সভাপতি মোঃ হোসেন সাধারন সম্পাদক মনসুর আলী সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ প্রচার প্রকাশনা ও দপ্তর সাম্পাদক আবু তালেব নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল ও সদস্য মোঃ দিদারুল আলম দুলাল, মোঃ আজিজুল ইসলাম স্বপন মোঃআলাউদ্দীন এ,কে এম নাজিম উদ্দীন –সমাজসেবক মোহাম্মদ রাশেদ সাহেবের মাতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।” সৃস্টি জগতের মালিক মহান আল্লাহ্পাক তাঁকে পবিত্র জান্নাতবাসী করুন—আমিন।।