হাটহাজারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ পালিত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, মে ৩, ২০২১

আসলাম পারভেজ,,হাটহাজারী★
”খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পুষ্টি দিবস’ ২০২১ পালিত হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল ২০২১) পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত হয়।দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, গর্ভবতী মায়েদের ঘরে তৈরি বিভিন্ন রকম পুষ্টিজাতীয় খাবারের পাশাপাশি আয়রন ফলিক এসিড, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানোর উপর জোর দিতে হবে। করোনা মহামারির সময় নিয়মিত মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার উপড় গুরুত্ব দিয়ে বারবার সাবান পানিতে ২০ সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধৌত করতে হবে। সম্ভব হলে স্যানিটাইজারর দ্বারা হাত পরিষ্কার রাখতে হবে। শিশু ও প্রবীনদের খাদ্যের প্রতি বিশেষ নজর দেয়ারও আহবান জানান তিনি। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা মহিলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।পরে উপজেলার দুইটি এতিমাখানা সহ বিভিন্ন গ্রাম থেকে আসা মহিলাদের মাঝে পুষ্টি জাতীয় খাদ্য বিতরণ করেন।




error: Content is protected !!