আসলাম পারভেজ, চট্টগ্রাম থেকে
সারাদেশের মত চট্টগ্রামের হাটহাজারীতে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এ উপলক্ষে পৌরসভা ও গুমানমর্দ্দন ও গড়দুয়ারা ইউনিয়নে টিসিবির পন্য বিতরণ অনুষ্ঠানে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমদ খাঁন, সচিব বিপ্লব মহুরী, মনিটরিং স্যালের সদস্য অধ্যক্ষ ফরিদ আহম্মদ, গৌবিন্দ প্রসাদ মহাজন, পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শ্রীধাম দে, গুমানমর্দ্দন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, বর্তমান সরকার সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কার্ডধারী পরিবারের মধ্যে দেয়া হচ্ছে। পৌরসভা, গুমানমদ্দন ও গড়দুযারা প্রায় ১৫শ টিসিবির পন্য দেয়া হয়। উপজেলার আওতাধীন প্রায় ১৭ হাজার ৬ শ ৫৬ জন উপকারভোগীদের মধ্যে ক্রমান্বয়ে টিসিবি পণ্য দেয়া হবে।