হিলি বাজার কে সু রক্ষিত রাখতে প্রতিটি মোড় ওগুরত্ব পুর্ন স্থানে সি সি ক‍্যামেরা স্থাপন করবেন উপজেলা প্রশাসনঃ

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

আসলাম উদ্দিন দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারকে সুরক্ষিত রাখতে জন গনের কেনা কাটার নিরাপত্তাকে প্রাধান‍্য দিতে এউদ্দোগ‍্য গ্রহন করেছে হাকিম পুর উপজেলা প্রশাসন।
আজ সকাল ১১টায় উপজেলা অডোটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব রাফিউল আলম খন্দকারের সভাপতিত্বে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন প‍ৌর মেয়র জামিল হোসেন চলন্ত ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন হাকিমপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ হিলি প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন বাজার ব‍্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হিলি বাজারের গুরত্ব পূর্ন স্থান ও মোড় গুলিতে সিসি ক‍্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত হয়। হিলি বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর হওয়ায় এখানে দেশের বিভিন্ন প্রান্ত হতে জন সমাগম ঘটে তাই জন গনের নিভৃতে চলাচল ওকেনা কাটার সুবিধার্থে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
হিলি রাজধানী মোড় চুড়ি পট্টি ষ্টেশন এলাকা পানামা পোর্ট ব‍্যাটলিয়ন ক‍্যাম্প হিলি হাসপাতাল এলাকা সহ গুরত্ব পুর্ন এলাকার মোড় গুলোতে
অচিরেই সিসি ক‍্যামেরা স্থাপনের কাজ শুরু হবে বলে জানা যায়।




error: Content is protected !!