হিলিতে জাতীয় জরুরী সেবা “৯৯৯”ফোনের মাধ‍্যমে জানতে পেরে মাদক সহ ৩জন মাদক চোরাকারবারীকে আটক করলেন পুলিশ

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে জাতীয় জরুরী সেবা “৯৯৯”ফোন কলের মাধ‍্যমে জানতে পেয়ে ২৮পিছ ফেনসিডিল সহ ৩জন মাদক চোরাকারবারীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান জাতীয় জরুরী সেবা “৯৯৯” ফোন কলের মাধ‍্যমে জানা যায় যে উত্তর বাসুদেব পুর এল এস ডি গোডাউন সংলগ্ন এলাকায় কতিপয় মাদক কারবারী মাদক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জানতে পেরে হাকিমপুর থানা পুলিশের একটি ট্রীম ঘটনাস্থলে গিয়ে ২৮পিছ ফেনসিডিল সহ
৩ জনকে আটক করেন। আটক কৃতরা হলেন হাকিমপুর উপজেলার বাঁশ মুড়ি গ্রামের রশিদ প্রধানের ছেলে নাহিদ হাসান(২৫)নওপাড়া গ্রামের রহমত আলীর ছেলে শাওন(২৮) মধ‍্যবাসুদেবপুর ষ্টেশন পাড়া এলাকার মৃত ফারুকের ছেলে নওশাদ (৩০)আটক কৃত দের নামে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরন করা হবে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ।




error: Content is protected !!