হিলিতে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

রবিউল ইসলাম সুইট, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলমেমর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, ওসি ফেরদৌস ওয়াহিদ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে।
সভায় প্রতিবছরের ন্যায় এবারও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে দোয়া মাহ্ফিল, মন্দির ও গীর্জায় প্রার্থনাসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত করা হয়। ##




error: Content is protected !!