হিলিতে বস্তার দোকানে অভিযান চালিয়ে মাদকসহ ১২মামলার আসামী রাজু আটক

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর, বাংলাহিলি বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ ১২ মামলার আসামী মো. রাজু আহম্মেদ (৪৫)সহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করছে হাকিমপুর থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টায় বাংলাহিলি বাজারের( সাইকেল হাটি) রাজু ট্রেডার্স নামের একটি বস্তার দোকান থেকে ওই মাদকব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃত রাজু আহম্মেদ উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে ও মাঠপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে জুয়েল রানা বান্টি (৩০)। আটক রাজু আহম্মেদের বিরুদ্ধে ইতোপূর্বে হাকিমপুর থানাসহ বিভিন্ন থানায় মাদকের ১২টি মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদে পারি যে, বাংলাহিলি বাজারস্হ রাজু ট্রেডার্স এর বস্তার দোকান ঘরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বস্তার ব্যবসার আড়ালে দীর্ঘ দিন থেকে মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে রাজু আহম্মেদ। এমন সংবাদের ভিত্তিতে ওই বস্তার দোকানে আমার নেতৃত্বে পুলিশের অভিযান চালিয়ে ভারতের রয়েল স্টেগসহ বিভিন্ন কোম্পানীর ৩৫ বোতল ভারতীয় মদ, ৫ বোতল ফেন্সিডিল ও ৩০টি ফেন্সিডিলের খালি বোতলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।




error: Content is protected !!