হিলিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকেরা পেলো পেঁয়াজের বীজ ও রাসায়ানিক সার
রবিউল ইসলাম সুইট, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ
২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলিতে ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক অমিত রায়ের সভাপতিত্বে এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী মাহেবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলায় ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ ও ইমিটাফ ২০ এমেল,হাদাক ১০ গ্রাম,ডিওপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।