২য় দিনেও পালিত হচ্ছে কঠোর লকডাউন আইনানুগ ব্যবস্থা গ্ৰহনে কাজ করছে জীবননগর উপজেলা প্রশাসন।

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

মোঃ জীবন চুয়াডাঙ্গা প্রতিনিধি

সরকারের বিধিনিষেধ মতে স্বাস্থব্যবস্থা নিশ্চিত করতে ১৪ তারিখ থেকে ৭ দিনের লকডাউনের ২য় দিনেও জীবননগরে পালিত হচ্ছে কঠোর লকডাউন, স্বাস্থব্যবস্থা নিশ্চিত করতে ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে জীবননগর উপজেলা প্রশাসন ও জীবননগর থানা পুলিশ।
আজ ১৫/৪/২০২১ তারিখ লকডাউনের ২য় দিনেও কঠোর ব্যবস্থা গ্ৰহনে তৎপর আছে জীবননগর থানা পুলিশ ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নানা বিধি জরিমানা ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে কর্মরত আছে জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।
জীবননগর উপজেলায় বেশ কয়েকটি জায়গায় সাধারণত টহলের মধ্যে দিয়ে ও নানা প্রচার প্রচারণার মাধ্যমে পালিত হচ্ছে কঠোর লকডাউন।
উক্ত প্রচারণায় বলা হয়েছে,,
বিনা কারণে কেউ যেন বাড়ির বাইরে বের না হয়।
নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে সর্বনিম্ন ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
সকাল ৬টা হতে বিকাল ৩ টা পর্যন্ত কাঁচামালের বাজার খোলা থাকবে।
খোলা স্থানে বাজার হাট বসাতে হবে।
জরুরী সেবা ছাড়া কোন গাড়িঘোড়া চলবে না।
সন্ধ্যা ৬ টা পর্যন্ত শুধুমাত্র ওষুধ এর দোকানপাট খোলা থাকবে।
নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাক্স পড়ে বাহিরে বের হতে হবে,
এবং কেউ যদি বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হয় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবং সন্ধ্যা ৬ টার পর আর কেউ ঘরের বাহিরে বের হতে পারবে না।




error: Content is protected !!