বাংলাদেশের ২য় বৃহত্তম হিলি স্থল বন্দরে লক্ষ মাত্রা চেয়ে বেশী রাজস্ব আদায় হয়েছে যার পরিমাণ ২২০কোটি টাকাঃ

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুরঃ
বাংলাদেশের ২য় ব্হত্তম বন্দর দিনাজপুরের হিলিতে জাতীয় রাজস্ব বোর্ড (এন বি আর) কর্তৃক বেঁধে দেওয়া বার্ষিক রাজস্ব চেয়েও বেশী রাজস্ব আদায় করেছে স্থল বন্দর টি। যার পরিমান(২০২০-২১)অর্থ বছরে২২০কোটি২৮লক্ষ টাকা।যার বার্ষিক লক্ষমাত্রা ছিল ১৯১কোটি ৭৯লক্ষ টাকা।বিষয়টি জানিয়েছেন হিলি স্থল বন্দর ডিপুটি কমিশনার সাইদুল আলম। তিনি বলেন ২৯কোটি বেশী রাজস্ব আদায় হয়েছে এ স্থল বন্দরে।
অর্থ বছরে ফেব্রয়ারী মাসপর্যন্ত রাজস্ব এসেছে ১৩৫কোটি৬৮লক্ষ৫৩হাজার টাকা চলতি অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে২২০কোটি২৮লক্ষ৬৯হাজার টাকা।
হিলি স্থল বন্দর আমদানী ওরপ্তানী গ্রুপের সভাপতি জনার হারুন উর রশিদ হারুন জানান
বর্তমানে এ স্থল বন্দর প্রতি টি পন‍্য শুল্ক যুক্ত
হওয়ার কারে রাজস্ব আদায় বেশী হচ্ছে।তিনি
আরও বলেন ব‍্যবসায়ীরা কোন প্রকার হয়রানী
শিকার না হওয়ার কারনে প্রতিনিয়ত বন্দরে আমদানী বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমনের পরেও লক্ষ মাত্রার চেয়েও অধিক
রাজস্ব আদায় হচ্ছে।সেজন‍্য বন্দর কর্তৃপক্ষ কে ধন‍্যবাদ জানান।
এ ব‍্যাপারে স্থল বন্দর ডিপুটি কমিশনার সাইদুল আলম বলেন আমি যোগদান করার পর হতেই
ব‍্যবসায়ীদের প্রতি নিয়ত খোজ খবর রাখি
যেন তারা কোন প্রকার হয়রানীর স্বীকার না হন




error: Content is protected !!