রোজা অবস্তায় স্তীকে চুমু দেয়া যাবে কি?

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ৮, ২০২০

মাওলানা সৈয়দ আবুল কালাম, ইসলামিক আলোচক বাংলাদেশ টেলিভিশন ও এশিয়ান টিভি ঢাকা। রমজান মাসে আপন স্তীকে উত্তেজিত অবস্থা ছাড়া চুমু খাওয়া জায়েজ হবে। যেহেতু মা,আয়েশা সিদ্দিকা ( রা:) থেকে হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম চুমু খেয়েছেন, এখন কথা হল আমাদের নবী (সা:) যেই ভাবে নিযের উপর কন্টোল ছিলেন এই ভাবে পৃথিবীর কোনু মানুষ কন্টোল থাকতে পারবে না। যে হেতু ইফতারের পর থেকে সেহরীর আগ পর্যন্ত আপন স্তীর সাথে শরিয়াহ সন্মত সব কিছুই যায়েজ সে হেতু দিনের বেলায় স্তীকে চুমু খাওয়া আলিংগন না করাই উত্তম যদি কেউ করে তাহলে ক্ষতির আসংখ্যাই বেশি থাকে
আর যদি রোজার ক্ষতিহয় তাহলে কাফফারা দিতে অনেক কঠিন হবে। মহান আল্লাহ আমাদের সটিক ভাবে রোজা পালন করার তাউফিক দিন আমিন।।




error: Content is protected !!