আওয়ামীলীগের পদ-পদবী পেতে বঙ্গবন্ধুর নামে ১০ গরু ও মহিষ দিয়ে কোরবানী দিলো কুয়াকাটার মেয়র আনোয়ার ॥

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ কুয়াকাটা পৌর নির্বাচনে
স্বতন্ত্র মোড়কে নির্বাচিত মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার। ঈদ-উল-আযহা
উদযাপনে এবার তার অনুসারীদের নিয়ে বিশেষ মিশন। গত ১ সপ্তাহ ধরে কুয়াকাটায়
বঙ্গবন্ধুর নামে ৮ টি গরু ও ২ টি মহিষ দিয়ে কোরবানী দেয়ার বিজ্ঞপ্তি দিয়ে
যাচ্ছেন তিনি। সাড়ে ৭ লাখ টাকায় তিনি এ মহিষ ও গরু ক্রয় করেছেন। কয়েকদিন
ধরে তার অনুসারী কতিপয় গনমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি গনমাধ্যমে এনে
শিরোনাম হবার আপ্রান চেষ্টা তার। যে ঘোষনায় তিনি কোরবানীর পর মাংস পৌর
এলাকার গরীব ও দুস্থদের বাড়িতে নিজ উদ্যোগে পৌছে দেয়ার কথা জানান। এসব
গরু-মহিষ তিনি ৯ টি ওয়ার্ড কাউন্সিলরদের হাতে পৌছে দেন। বুধবার নিজে
উপস্থিত থেকে এসব গরু কোরবানী দেন।

স্থানীয় সূত্রমতে জানা যায়, ক্ষমতাসীন দলে থেকে অভ্যস্ত কুয়াকাটার
বর্তমান মেয়র আনোয়ার জাপা (এ) ক্ষমতায় থাকা কালে তিনি জাপা নেতা। বিএনপি
ক্ষমতায় থাকা কালে তিনি বিএনপি নেতা। ৯০’র স্বৈরশাসকের পতনের পর তিনি
জাপা (এ) মহিপুর থানা কমিটির সভাপতি ও রুহুল আমিন হাওলাদারের ঘনিষ্ঠ
সহচর। এরপর রুহুল আমিন হাওলাদারের মহাসচিব পদ হারানোর পর তিনি নৌকায় উঠতে
মরিয়া হয়ে ওঠেন। বড় বড় সাইজের কোড়াল, ইলিশ, সুন্দরবনের খাঁটি মধু, মহিষের
দধি নিয়ে দৌড় ঝাপ শুরু করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের
বাসায় বাসায়। কৌশলে কম খরচে কুয়াকাটায় জমি কিনে দেয়ার বিশেষ প্রলোভন দেন
হেভিওয়েট নেতাদের। এ দৌড়-ঝাঁপে বাদ দেননি জেলা, বিভাগ ও উপজেলার
প্রভাবশালী নেতাদের কাউকেই, নিজের অনুসারীদের নিয়ে হেভিওয়েট নেতাদের সাথে
তোলা ছবি ফেসবুকে পোষ্ট দেন। কিন্তু কিছুতেই বর্তমান ক্ষমতাসীন দলের
সদস্য পদ জুটছেনা তার, তবুও হাল ছাড়েননি তিনি। দলীয় প্রধানের নজর কাড়তে
ভিন্ন পন্থা নিলেন এবার তিনি।

আলোচিত-সমালোচিত এ পৌর মেয়র আনোয়ার হাওলাদার এ প্রতিবেদককে বলেন, পৌর
এলাকায় অনেক গরীব, দুস্থ ও মধ্যবিত্তরা কোরবানী দিতে পারছেন না। তারা
কারও কাছে মাংস চাইতেও পারেন না। পৌর এলাকার সকল মানুষ যাতে কোরবানীর
মাংস খেতে পারেন এজন্য বঙ্গবন্ধুর নামে এ কোরবানী দেয়া।
এবিষয়ে কুয়াকাটা পৌর আ’লীগ সভাপতি আ: বারেক মোল্লা এ প্রতিনিধিকে বলেন,
বঙ্গবন্ধুর নামে কোরবানী দেয়া নিয়ে গত ক’দিন ধরে ভূমি দস্যু আনোয়ার যে
বিজ্ঞপ্তি ও প্রচারনা করছে, তা অত্যন্ত দু:খ জনক। বিষয়টিঅতি জরুরী আমলে
নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল
মোতালেব তালুকদার গনমাধ্যমকে বলেন, আনোয়ার আওয়ামীলীগের কেউ নন, এভাবে
বঙ্গবন্ধুর নামে কোরবানী দেয়া নিয়ে বিজ্ঞপ্তি ও প্রচারনা করতে পারেন না
তিনি। এছাড়া দলীয় বিধানেও এটি নাই। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিষয়টি
দলের নীতি-নির্ধারনীদের জানানো হবে বলে তিনি জানান।




error: Content is protected !!