এই দিনে ২২ জানুয়ারি

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

টিশ কবি ও রাজনীতিবিদ লর্ড বায়রন। তিনি রোমান্টিক আন্দোলনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার মূল নাম জর্জ গর্ডন বায়রন। তিনি ছিলেন তুখোড় মেধাবী। মাত্র ২৪ বছর বয়সে তিনি ‘চাইল্ড হ্যারল্ড’ কাব্য প্রকাশের মাধ্যমে লন্ডনের সবচেয়ে আলোচিত ব্যক্তিতে পরিণত হন। বায়রন ১৭৮৮ সালের ২২ জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি বিকলাঙ্গ ছিলেন। কিছুটা খুঁড়িয়ে হাঁটতেন। এ জন্য প্রায়ই বিষণ্ন থাকতেন। তার মায়ের প্রচেষ্টায় চিকিৎসার মাধ্যমে তিনি আরোগ্যলাভ করেন। আবেগপ্রবণ, দুরন্ত

প্রকৃতির বায়রন ছিলেন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। ১৮০৭ সালে বায়রনের কবিতাগুচ্ছ ‘আওয়ার্স অব আইডেলনেস’ প্রকাশিত হয়। ‘ডন জুয়ান’, ‘শি ওয়াকস ইন বিউটি’, ‘হোয়েন উই টু পার্টেট’ তার বিখ্যাত গ্রন্থগুলোর অন্যতম। বায়রনের পরিবার ছিল অভিজাত। দাদা ছিলেন ভাইস অ্যাডমিরাল জন ফাউলউইদার জ্যাক বায়রন ও দাদি ছিলেন সোফিয়া ট্রিভেনিয়ন। তার দাদা জলযানে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বায়রন ১৮২৩ সালে ওসমানিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতাযুদ্ধে যোগ দেন। তিনি এই যুদ্ধের জন্য বিপুল অর্থ ব্যয় করেন এবং সৈন্য বাহিনী গড়ে তোলেন। এ কারণে বায়রনকে গ্রিসের জাতীয় বীর হিসেবে গণ্য করা হয়। দাদার মতো তিনিও পর্তুগাল, স্পেন হয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন দেশসহ গ্রিস ও তুরস্ক পর্যন্ত ভ্রমণ করেন। ১৮২৪ সালের ১৯ এপ্রিল মাত্র ৩৬ বছর বয়সে তিনি গ্রিসে মৃত্যুবরণ করেন।




error: Content is protected !!