বাউল গানের নামে অশ্লীলতা, এসব রুখবে কে ?

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

সম্পাদকীয়ঃ-
বাউল গানের নামে এসব অস্লিল নাচ সভ্য সমাজ কে বোকা বানাচ্ছে, বর্তমানে উরসের নাম করে দেধারছে চলছে নৃত্য লিলা যা মধ্য যুগের বর্বরতাকেও হার মানায়, কাফেলায় সুন্দর মেয়েদের চকচকা সাঝ গোজ মঞ্চ থেকে বলা হয় এখন গান  গাইবেন ঐ শিল্পি, যা দেখা হল তা হয় সিনেমা নতুবা যাত্রার থিয়েটার, দেখলাম জিবনের প্রথম যেন পতিতা পল্লিকেও হার মানায়, এত অশালিন নাচ খোলা মেলা যা মঞ্চায়ন হবার যোগ্য নয়, দর্সকদের মধ্যে উটতি বয়সের স্কুল কলেজের ছাত্ররাই বেশি, আস পাশে কয়েকজন নাচছিলো এই থামাশা দেখে,  খোজ নিয়ে জানাযায়, কিছু অসাধু লোক উরসের নাম ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্দরী যুবতি মেয়েদের এনে উরস উদযাপনকারীদের কৌশলে পটিয়ে মেয়েদের দিয়ে অস্লিল নাচের মাধ্যমে আকৃষ্ট করিয়ে স্কুল কলেজ গামী বিত্তসালী পয়সাওলাদের মনোরঞ্জন করায় অবুঝ যুবকরা এর ফাঁদে পরে নিস্বঃ হয়ে এক সময় মাদকসেবী অথবা বিপথগামী হয়ে পরে, এতে করে নষ্ট হচ্ছে যুব সমাজ এখনি এর বিহিত না করলে এর পরিনাম হবে ভয়াবহ, এব্যাপারে প্রশাসন ভূমিকা রাখার জন্য অনূরুধ সচেতন মহলের, গত কাল হবিগঞ্জ সদরের ১ নং তেঘরিয়া ইউনিয়নের ফ্রান্দ্রাইল গ্রামের পাঁচপীর মোকামে বাৎসরিক উরস উপলক্ষ্যে শিল্পীরা গান করার সময় মূলত নৃত্য দেখা নিয়া দুজনের কথা কাটা কাটির এক পর্যায়ে এক পক্ষের দেশীয় অস্ত্রের হামলায় ঐ গ্রামের বি আর টি সি বাস চালক ঘটনা স্থলেই নিহত হয়েছে। যে মারফতি গান দিয়েই আমাদের সভ্য সমাজ ব্যবস্থায় উন্নতি হয়েছে। এই মারফতি গান দিয়ে মুসলিমরা অলি আওলিয়া পীর মাশায়েকদের স্বরণ করে ভক্তরা আজ এই সঙ্গীত কেই আনন্দের হাতিয়ার বানানো হয়েছে যা কলঙ্কের ভাগিদার আমরাই। দ্রত বাউল গান কে মঞ্চায়িত করতে না দিয়ে, পূর্ব পূরুষদের ঘরুয়া বৈঠকি গান হিসাবে করার অনুমুতি দেয়া হওক। নতুবা ধ্বংসের দ্বারে নিয়ে যাবে কিছু গান ব্যবসায়ীরা। আর অলি আওলিয়াগনদের মাঝারে যে পাপাচার হচ্ছে তা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আরো অশুভ লক্ষ্মণ অপেক্ষা করছে। লেখকের দৃষ্টিতে বাউল গানে চার রখমের লোক যাতায়াত করে, ১) কিছু মাদক সেবী, ২) কিছু চরিত্র হীন লোক, ৩) কিছু দাগী ভয়ঙ্কর অপরাধী, ৪)  অল্প সংখ্যক মারফতি গান ভক্ত মানুষ ভাল লাগলে দূর থেকে শুনবে নতুবা ঝামেলা দেখলে চলে যাবে। এই বাউল গান কে একটা শৃঙ্খলায় আনার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি।




error: Content is protected !!