কক্সবাজারে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ইসলামী যুব আন্দোলনের সেচ্ছাসেবী টিম গঠন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মে ২০, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার প্রতিনিধিঃ
আজ সকালে কক্সবাজার জেলা ইসলামী যুব আন্দোলনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ঘুর্ণিঝড়ে সম্ভাব্য দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট সেচ্ছাসেবী টীম গঠন করা হয়েছে। সেচ্ছাসেবী টীমের প্রধান কক্সবাজার জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ওসমান আল হুমাম বলেন আমাদের আমীর পীর চরমোনাইর বিশেষ নির্দেশনায় উপকুলীয় অঞ্চলে ঘুর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার লক্ষ্যে ২৫ সদস্যের একটি সেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়। যেন জনদূর্ভোগে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার, অসহায় মানুষকে আশ্রয় কেন্দ্রে পৌছে দেয়া, জরুরী খাদ্য সামগ্রী বিতরনসহ উপকূলীয় অঞ্চলে সচেতনতা সৃষ্টির উদ্যোগ আমরা জেলা যুব আন্দোলন গ্রহণ করছি। উপকূলীয় অঞ্চলের সকল দায়িত্বশীলকে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারের লক্ষ্যে সংশ্লিষ্ট শাখাগুলোকে যথাযত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ইনশাআল্লাহ জরুরী প্রয়োজনে আমরা আমাদের সাধ্যনুযায়ী নিবেদিত থাকব।




error: Content is protected !!