“করোনা” আতংক নয়, সতর্কতাই সমাধান

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

সৈয়দ শাহান শাহ পীরঃ করোনা ভয় ও আতংক নয়,সতর্ক-শিরোনামটি দেখে এবং পড়ে সাধারণ ভাবেই মানুষ শারীরিক, মানুষিক ভয় ভীতি আর আতংক না হয়ে পূর্বের সেই সাভাবিক অবস্থা সচেতেনতা ফিরে পাবে সত্যিই কিন্তু প্রশ্ন জাগবে সতর্ক বা সতর্কতাটা কি?
সকলই বলবেন আমি আমরাতো সতর্কই আছি। কিন্তু না আপদের এ সতর্কটা সে সতর্ক নয়। মানুষের আরো প্রশ্ন জাগবে, তবে সেটা আবার কোন সতর্ক? উত্তর সেটা হচ্ছে, মানুষ থেকে মানুষটা সতর্ক থাকবে। ঘৃণা নয়, হিংসা নয়, আহংকার নয়, বিচ্ছেদ নয়, প্রেমপ্রীতি ভালবাসা, স্নেহ মায়া মমতা,আদর আপ্যায়ন সবই ঠিক থাকবে। কিন্তু সেটা দূরত্বটা বজায় রেখে। এখনও উত্তরটা দিচ্ছি না। দেব একটু দৈর্য্য রাখুন। মনে করেন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এমন কি নিজের সংসার পরিবারের সদস্য সদস্যার সংঙ্গে সামাজিক বন্দনে সেই পূর্বের মতই পারিপার্শ্বিকতায় চলবেন বা থাকবেন। বন্ধুত্ত, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। সব কিছুই ঠিক থাকবে। কিন্তু মানুষ সকল শুনুন, রাষ্ট্রীয় ভাবে যে আইন সতর্ক জারী করা হয়েছে সেটা মানতে হবে এবং বুঝতে হব। মানুষ থেকে মানুষ দূরত্বটা বজায় রাখা যতটুকু দেয়া হয়েছে ততটুকু থাকবেন। হোক পরিচিত আর অপরিচিত। বিশেষ করে অপরিচিত এবং হঠাৎ অনেক দিন পরে আপন জনের সাক্ষাতে দূরত্বে থাকা। উল্লেখ্য উত্তরটা হচ্ছে, করোনা ভয় আতংক নয়, সতর্ক। আর সতর্কটা হচ্ছে, যেহেতু করোনা ভাইরাস পানি বাহিত রোগ নয় এবং বাতাস বাহিত রোগও নয় একমাত্র মানুষ বাহিত রোগ। রোগটি পানিও বহন করে না এবং বাতাসও বহন করেনা শুধু মাত্র মানুষ বহন করে সেহেতু মানুষ থেকে সাবধান। অর্থাৎ সে মানুষটি হচ্ছে, ঐ মানুষটি যে মানুষটি করোনা ভাইরাস রোগে আক্রান্ত। আবারও প্রশ্ন হতে পারে বুঝবো কি ভাবে? উত্তর, এত বুঝা বুঝির দরকার নেই। শুধু মাত্র দেশের বিভিন্ন বিভাগ জেলা, উপজেলা থানা বা ইউনিয়ন গ্রাম এবং বিদেশ থেকে আগমন করেছেন ঐ ব্যাক্তিটা থেকে দূরে থাকা এবং তাকে সম্পূর্ণ কোয়ারেন্টাইনে থাকতে বলবেন অথবা পুলিশ কে ফোন দেবেন। অন্য দিকে, যে স্থান থেকে লোকটি আসতে চায় তাকে ঐ স্থানের লোকেরা লক ডাউন ভেঙ্গে যেতে না দেয়া। যদি বিশেষ প্রয়োজন বোধ করেন, এতে রাষ্টীয় ভাবে আইন মোতাবেক যেতে বলা। সব চেয়ে উত্তম আমি, আপনি এবং তিনি আসা যাওয়াটা না কারাটাই সচেতন মানুষের পরিচয়। একেবারেই সহজ সোজা সঠিক চিকিৎসা। নতুবা ভয় আতংক এমনকি আপনি নিজেও করোনা রোগে আক্রান্ত হয়ে যাওয়াটা বিচিত্র নয়।




error: Content is protected !!