কলাপাড়ায় কর্মহীন ও প্রতিবন্ধীদের মাঝে সরকারী কলেজ শিক্ষক সমিতি

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ কলাপাড়ায় কর্মহীন ও প্রতিবন্ধী মানুষের মাঝে সেবা প্রদানের লক্ষে এই প্রথমবারের মত হট লাইন (০১৩১১১৫০৯৮৩ / ০১৭৪১৭৮৬৭৩) চালু করেছে জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। বৃহস্পতিবার দুপুরের দিকে কলাপাড়া রিপোর্টর্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মো. আবু ইউসুফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সকশিস’র সাধারন সম্পদক প্রভাষক কৃষিবিদ লিটন, কলাপাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষক আলামিন শিকদার ইউনিটির সদস্যরা। পরে তারা গনপরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। এছাড়া লকডাউনে থাকা কলাপাড়া পৌর শহরে করোনায় আক্রান্ত ইব্রাহীমের পরিবারকে খাদ্য সহায়তা প্রদন করেন।

জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মো. আবু ইউসুফ বলেন, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষেরা করোনা কালীন সময়ে এই হটলাইন নাম্বারে ফোন করলে বাড়িতে বসেই খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সেবা পাবেন। পটুয়াখালী জেলার ৭ টি উপজেলায় নব্য জাতীয়কৃত সাতটি কলেজের শিক্ষকদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হটলাইনের মাধ্যমে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও চিকিৎসা সেবা পৌছে দিবেন। 




error: Content is protected !!