চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা পলিত

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

 

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ ) প্রতিনিধি
\ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার
শরীফে ১০ মহরম পবিত্র আশুরা পলিত হয়েছে । মঙ্গলবার ( ৯ আগষ্ট ) বিকালে
কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ( রাঃ) সঙ্গি – সাথীদের নিয়ে শাহাদাত
বরণ এবং ন্যায় প্রতিষ্টার জন্য প্রতি বছরে ন্যায় এবারো মুড়ার বন্দ ১২০
আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ আলহাজ্ব সৈয়দ
সফিক আহমেদ চিশতী সফি সভাপতিত্বে ও মুড়ারবন্দ দরবার শরীফের
খাদেম সৈয়দ মানিক শাহ চিশতি নাতি এবং মরহুম সৈয়দ মামুন শাহ
চিশতির পুএ খাদেম সৈয়দ সামিউল হক সামি মুড়ার বন্দ পাক পাঞ্জাতন
কুতুব মঞ্জিল মোকাম হতে মাথার উপর মুকুট নিয়ে এক বিশাল
তাজিয়া মিছিল নিয়ে খালি পায়ে হেটে সড়ক দিয়ে কাজিরখিল হযরত
কাজী শামসুদ্দিন (রহঃ) মাজার শরীফ এসে সমাগম হয় এবং এর পর মাজার
থেকে ফিরে খোয়াই নদীর তীরের উপর দিয়ে তাজিয়া মিছিল নিয়ে মুড়ার
বন্দ দরবার শরীফে হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ( রহঃ) কুতুবুল আউলিয়া
মাজারে এসে হাজার হাজার আশেকান ভক্ত বৃন্দরা জারীগান ও মরসিয়া
করে সমাপ্ত করে। বিশেষ করে পাক – পাঞ্জাতনের বাড়ি, ও মোতাওয়াল্লী
বাড়িতে কার বালা ভারী হয়ে উঠেছে শিশু – কিশোর, যুবক – যুবতী,
বৃদ্ধ নারী – পুরুষ সবাই এক সাথে দলে দলে মাতম করেছে । পরে দরবার
শরীফে মোতাওয়াল্লী বাড়ি , মোকাম বাড়ি, খাদেম বাড়িতে
জারীকৃত লোকদের মাঝে তোবারক বিতরণ করে। পবিত্র আশুরা পালনের
সময় উপস্থিত সহযোগিতায় উপস্থিত ছিলেন মুড়ার বন্দ দরবার শরীফের
খেদমত দার বা খাদেম সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, সৈয়দ রাজিব
আহমেদ চিশতী লিমন, সৈয়দ আদনান আহমেদ চিশতী, সৈয়দ
মঈনুদ্দিন চিশতি অলি, সৈয়দ সারোয়ার হোসেন শাওন, সৈয়দ
মঈনউদ্দিন হোসাইন সায়েম, সৈয়দ মামুন হোসাইন প্রমূখ। এছাড়া
মাজার শরীফে ও মসজিদে আলোচনা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হয়েছে । দোয়া পরিচালনা করেন দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা

সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি ও দরবার শরীফের জামে মসজিদ এর
ইমাম হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী।




error: Content is protected !!