তাড়াইলের জনপ্রিয় ব্যাক্তি আবদুল আহাদ ভুঁইয়া আর নেই

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জনপ্রিয় ব্যাক্তি আলহাজ্ব আবদুল আহাদ ভুঁইয়া (৭০) মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

জানা যায়, উপজেলার ৭ নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটী গ্রামের বাসিন্দা আলহাজ্ব আবদুল আহাদ ভুঁইয়া শুক্রবার (৩১ জুলাই ২০২০) সকাল ৬ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর ৩ টায় সহিলাটী সরকারি মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জানাযা নামাজ শেষে সহিলাটী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আরো জানা যায়, আলহাজ্ব আবদুল আহাদ ভুঁইয়া ছিলেন, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাবেক সফল দুইবারের চেয়ারম্যান, বর্তমান বিআরডিবির তাড়াইল উপজেলা চেয়ারম্যান, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস বাংলাদেশ ফাউন্ডেশন এর তাড়াইল উপজেলা চেয়ারম্যান, সহিলাটী সরকারি মুক্তিযোদ্ধা কলেজের সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক।

আবদুল আহাদ ভুঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। এছাড়াও উপজেলার সর্বস্তরের মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।




error: Content is protected !!