দিনাজপুরের হিলিতে বেড়েই চলেছে পিয়াজের দাম

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর;
দিনাজপুরের হিলিতে দিন দিন বেড়েই চলেছে পেয়াজের দাম।
আজ দুপুরে হিলি স্থল বন্দর বাজারে গিয়ে দেখা যায় পেয়াজের দাম উধ্বমুখী। গতকাল যে পেয়াজ ৭০টাকা আজ তা ৮০টাকা দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ৯০টাকা কেজি।
বাজারে আসা কয়েক জন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় যে বাজারে দেশী পেয়াজের চাহিদা বেশী।
ক্রেতারা দেশী পেয়াজ বেশী ক্রয় করছেন।
আমদানি করা পেয়াজ ৭০ কেজি হলেও পচা ছিলা নিম্ন মানের। সেজন‍্য ক্রেতারা দেশী পেয়াজ বেশী দামে ক্রয় করছেন।
এদিকে পেয়াজ আমদানী কারকদের সঙ্গে কথা বলে জানা যায় ভারতে আটকে পড়া পেয়াজ অধিকাংশ পচে নষ্ট হয়েট গেছে আমাদের লক্ষ লক্ষ টাকার পেয়াজ পচে নষ্ট হয়ে গেছে।
আমদের আগের এলসি করা পেয়াজ গুলোও দেশে প্রবেশের অনুমতি দিচ্ছেনা ভারত।
এ অবস্থা চলতে থাকলে বিরাট লোকসানের আশংকা করছে আমদানী কারক পেয়াজ ব‍্যবসায়ীরা।স্হল বন্দর পেয়াজ আমদানি না হওয়ার কারনে পেয়াজের মুল‍্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।




error: Content is protected !!