আলামিন খান টাঙ্গাইল ।
টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের জগন্নাথ শীলের জন্ম থেকেই দুই হাত নেই তারপরও থেমে নেই তার উদ্যম। ৬৮ বছর কেটে গেছে, কিন্তু হাত পাতেননি কারও কাছে। বাচ্চাদের প্রাইভেট পড়িয়েই চলে তার সংসার। সরেজমিনে গিয়ে দেখা যায়, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। কাজ করার দুটো হাতই তার নেই। তারপরও সবই করছেন, কারও সহায়তা ছাড়াই। জীবনযুদ্ধে দুপা দিয়েই লড়ছেন সাহসী জগন্নাথ শীল। খাওয়া দাওয়া, লেখা, শিক্ষার্থীদের পড়ানোসহ কোনও কাজই থেমে নেই ৬৮ বছরের এ বৃদ্ধার।
১৯৬৯ সালে এসএসসি পাস করলেও দুই হাত না থাকায় চাকরি মেলেনি কোথাও। তাতে হাল ছাড়েননি জীবন-জীবিকার লড়াইয়ে। স্থানীয় ছেলেমেয়েদের প্রাইভেট পড়িয়েই চালাতেন সংসার। কিন্তু করোনার শুরুতেই বন্ধ হয়ে গেছে তার আয়ের পথটা। শিক্ষার্থীরা পড়তে আসছে না আর। তাতে মানবেতর জীবনযাপন করছেন তিনি। চান সবার একটু সহানুভূতি আর সরকারের সার্বিক সহায়তা। স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধী জগন্নাথ খুবই কষ্টে আছেন পরিবার নিয়ে। জগন্নাথ শীলের দুই ছেলে এক মেয়ে। ১০ বছর আগে বড় ছেলে বিয়ে করে সংসার থেকে পৃথক হয়ে যায়। জগন্নাথ শীলের কথা জানতে চাইলে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গনি বলেন, শিগগির তার বাসস্থান ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন।