নন্দীগ্রামে হাটুয়া গ্রামে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
Exif_JPEG_420
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে হাটুয়া গ্রামে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলার হাটুয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে হাটুয়া পূজা মন্দির চত্বরে বিভিন্ন এলাকার ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন বৃহস্পতিবার সমাপ্তি হয়েছে।
উক্ত অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনসহ অনেকেই পরিদর্শন করেন।
সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার সরকার, সমাজসেবক পরিমল চন্দ্র সরকার ও সবুজ কুমার সরকার প্রমুখ।



error: Content is protected !!