নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির পিতা আনছার শিকদারের ইন্তেকাল, এমপি শাহনওয়াজ মিলাদ গাজীসহ প্রেসক্লাবের নের্তৃবৃন্দের শোক প্রকাশ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদারের পিতা উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বিশিষ্ট প্রবীণ মুরব্বি মোঃ আনছার শিকদার (৮০) আর নেই, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ তিনি ১৪ আগষ্ট সকাল ৬টা ৫০ মিনিটে তাঁর নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ ঐদিন বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদারের মামা মাওলানা আব্দুল মোছাব্বির৷ মৃত্যুকালে তিনির স্ত্রী,৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ৷ এলাকায় একজন সাদা মনের মানুষ হিসেবেই তাঁর অত্যন্ত সুখ্যাতি ছিল৷ জানাজার নামাজে অংশ গ্রহন করেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ্ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান দুদু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি,এম সালাম,সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি শাহ্ সুলতান আহমেদ,সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, নির্বাহী সদস্য এম,মুজিবুর রহমান,এম এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সলিল বরন দাশ, সদস্য এটি,এম, জাকিরুল ইসলাম,সদস্য নাবেদ মিয়া, সদস্য ছনি চৌধুরী, শিক্ষক আব্দুল মালিক,এলেমান আহমদ চৌধুরী, আবু হুরায়ুরা মামুন, সংবাদপত্র এজেন্ট মোশাহিদ মিয়া, সাংবাদিক নিয়ামুল করিম অপু,সাংবাদিক আলাল মিয়া, বিএনপি নেতা আবুল কালাম মিটু, আবু বক্কর, রাসেল আহমদ, মামুন আহমেদ, ব্যবসায়ী সুমন চৌধুরী, জাপা নেতা চাঁন মিয়া প্রমুখ৷ এতে অংশ গ্রহন করেন সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লিগন৷ এদিকে সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে সাংবাদিক মোঃ সরওয়ার শিকদারের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করেছেন হবিগঞ্জ -১ নবীগঞ্জ বাহুবল আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ৷