পবিত্র লাইলাতুল কদরের ফজিলত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ২০, ২০২০

মাওলানা সৈয়দ আবুল কালাম ইসলামিক আলোচক বাংলাদেশ টেলিভিশন ও এশিয়ান টিভি ঢাকা। মহান আল্লাহ পাক দয়া করে মায়া করে উন্মেতি মুহাম্মাদীকে এক বিষেশ রাত দান করেছেন তার নাম হল লাইলাতুল কদর আমাদের দেশে শবেকদর নামে পরিচিত। এই রাত এমন একটা রাত যে রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাঠিয়ে দিতে পারলে মহান আল্লাহ তাহার আমল নামায় ১০০০ এক হাজার মাসের অধিক নেক তার আমল নামায় লিখে দিবেন। মা, আয়েশা সিদ্দিকা (রা:) নবীজিকে বললেন ইয়ারাসুল আল্লাহ (সা:) আমি যদি কদরের রাত চিনিতে পারি তকন আমি কি পড়ব। নবীজি (সা:) বললেন আয়েশা তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফায়াফু আন্নী- অর্থ- হে আল্লাহ তুমি মাফকারী, আর মাফকরতে তুমি পছন্দ কর এত এব আমাকে মাফ করে দাও। সুবাহানাল্লাহ সন্মানি পাঠক ভাই ও বোনেরা তাহলে বুঝাগেল এই রাতে মহান আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে নিশ্চিই মহান আল্লাহ ক্ষমাকারী এই রাতে বেশি বেশি কোর আন তেলাওত নফল নামাজ দুরুদ শরীফ বেশি বেশি পড়ে মুনাজাত করিবেন। বিষেশ কথা হল সেহরী খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। হয়ত এই কদরের রাত কারো জন্য জীবনের শেষ কদর হতে পারে। মহান আল্লাহ্‌ সবাইকে কবুল করুন আমিন।




error: Content is protected !!