পিরোজপুরের কাউখালীতে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রধর্মী উদ্দ্যোগ

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

পিরোজপুর প্রতিনিধিঃ এতিম শিশুদের পাঁচ তাঁরা হোটেলে উন্নত মানের খাবার খাওয়া তো
দুরের কথা কোনো সুযোগই থাকে না তাদের। কেউ তাদের খোজঁ খবর নেন না। অথচ কাউখালীর
দাশেরকাঠী মোকারমিয়া হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ এক ব্যতক্রমধর্মী উদ্দ্যোগ গ্রহণ
করেছেন। শনিবার মাদ্রাসা কর্তৃপক্ষ একমাত্র কাউখালীর পাঁচ তারা হোটেল নামে খ্যাত আল
কায়েদ মিনি চাইনিজ রেস্টুরেন্টে শতাধিক এতিম শিশুদের রাতের উন্নত মানের খাবার আয়োজন
করা হয়। শিশুদের ইচ্ছামত যত ধরনের চাইনিজ খাবার পরিবেশন করা হয়। এতিম শিশুরা এতে বেজায়
খুশি। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষর বদরুদ্দোজা মিয়া, এলদাদ হোসেন এবং মাওলানা ফরিদ হোসেন
উপস্থিত ছিলেন। হোটেল মালিক মোঃ শফিকুল ইসলাম জানান, তার হোটেল বয়সে এরকম কোনো
উদ্দ্যোগ নিয়ে কোনো সংস্থা তার হোটেলে আসেনি এটিই প্রথম। তিনি তাদেরকে খাবার
পরিবেশন করতে পেরে কৃতজ্ঞতা জানান।




error: Content is protected !!