প্রতি জুম্মার ন্যায় আজ শুক্রবার এতিমদের মাঝে পবিত্র কোরআন ও রান্না খাবার বিতরণ করেন উদ্ভাবক মিজান

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

আবদুল্লাহ আল মামুন;

প্রতিদিন রান্না করা খাবার বিতরণ ও প্রতি জুম্মার ন্যায়
আজ শুক্রবার (২৪জুলাই ২০২০) শার্শার কৃতি সন্তান উদ্ভাবক মিজানুর রহমান মিজান
যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপু্র ইউনিয়নের রামচন্দ্রপুর এতিমখানায় পবিত্র কুরআন ও রান্না করা খাবার বিতরণ করেন

করোনার প্রথম থেকে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে এবং যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন এ কার্যক্রম আব্যহত রাখবেন বলে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানান দেশ সেরা উদ্ভাবক মিজান

উদ্ভাবক মিজান বলেন,
মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘর বন্দি,পারছে না সঠিক ভাবে জীবিকা নির্বাহ করতে।
ফলে দারিদ্র পরিবার গুলো পড়েছে চরম বিপর্যয়ে।

ঠিক সেই মুহূর্তে শার্শা নাভারণ ঝিকরগাছা কেশবপুর সহ দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় অসহায় দারিদ্র পঙ্গু ও পশু প্রাণিদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ফাউন্ডেশনের মাধ্যমে।

তিনি আরো জানান খুব দ্রুত ভাবে অসহায় হত দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবার হোটেল করার সিদ্ধান্ত নিয়েছি

তিনি বলেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি শান্তি ও আনন্দবোধ করি

দেশের এই দুর্যোগময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান দেশসেরা উদ্ভাবক মিজান।




error: Content is protected !!