বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর হিলিতে ৩দিনে সর্বোচ্চ রাজস্ব আদায় ৬কোটি টাকা

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর হিলিতে গত ৩ দিনে রেকর্ড পরিমান রাজস্ব আদায় হয়েছে।যার পরিমান ৬কোটি টাকার বেশী
করোনা ভাইরাস সংক্রমন রোধে ৭৫দিন বন্ধ থাকার পর দু দেশের ব্যবসায়ীদের দফায় দফায় বৈঠক ও চিঠি আদান প্রদান শেষে দু দেশের ব্যবসায়ীরা সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে পন্য আমদানী রপ্তানি কার্যকম চালু করে এরি ধারাবাহিকতায় গত সোমবার হতে ৩দিনে স্থল বন্দরে ব্যাপক পরিমাণ পন্য আমদানি করা হয়েছে।যার রাজস্ব আদায়ের পরিমাণ ৬ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন হিলি স্থল বন্দর কাস্টমস কর্মকর্তা মাহাবুবুর রহমান।
এদিকে হিলি স্থল বন্দর আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি জনাব হারুন উর রশিদ হারুন জানান দুদেশের ব্যবসাীদের সমঝোতার মাধ্যমে যাতে করে করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি না পায় স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বন্দরে পেয়াজ রসুন আদা ছোলা মসুর ডাল খৈল রাইছ ব্যান্ড সহ আরো অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছে এসব পন্যের আমদানি কর বাবদ সরকারী সরকারী রাজস্ব আদায় হচ্ছে বিপুল পরিমাণ। হিলি পানামা পোর্ট লিঃ গনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক জানান বন্দরে পন্য বাহীট্রাক পবেশ করাতে বন্দরের প্রান চাঞ্চলতা ফিরে এসেছে দীর্ঘ সময় ব্যকার থাকার পর শ্রমিকেরা স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চত করে পন্য লোড আনলোড করছে।




error: Content is protected !!