বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের হিলি স্থল বন্দর পরিদর্শন
আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর দিনাজপুরের হিলি স্থল বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশে স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তরিকুল ইসলাম।
তিনি বন্দরের অবকাঠামো উন্নয়ন আমদানী রপ্তানি কার্যক্রমের খোজ খবর নেন। বন্দরকে আধুনিকায়ন করতে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।সরকার বন্দরের আধুনিক সুযোগ সুবিধা দিতে বদ্ধপরিকর সেক্ষেত্রে হিলি স্থল বন্দর কে আগে আধুনিক তার সব রকম সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
ব্যবসায়ী শ্রমিকদের সঙ্গে মত বিনিময় কালে বলেন পেয়াজ হা হা করার করার কিছুই নেই আমাদের পেয়াজের এলসি করা আছে সেগুলোঅবশ্যই আমরা পাব। তাছাড়া ভারত আমাদের প্রতিবেশীও বন্ধু দেশ আমরা অবশ্যই পেয়াজ পাব এ নিয়ে চিন্তার কোন কারণ নেই।
এসময় উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন উপজেলা নির্বাহীঅফিসার রাফিউল আলম খন্দকার কাস্টম অফিসার পৌর মেয়র হিলি পানামা পোর্ট লিঃ পরিচালক সহ সি এন্ড এফ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।