বিরলের প্রথম দুইজন করোনা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরল উপজেলার প্রথম দুইজন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ায় তাদের মাঝে করোনা মুক্তির সনদ ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আজ বুধবার (২৭ মে) বিরল উপজেলার গত ০৮ তারিখে তাদের করোনা শনাক্ত হওয়া শাহ আলম(২৫বছর) তেঘরা মহেশপুরে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে এবং মৃদুল কুমার রায়(২৯বছর) উপজেলা হাসপাতালে আইসোলেশনে থেকে দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর পূনরায় তাদের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের মাঝে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করোনা মুক্তির সনদ এবং সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান বাবু; জনাব ডা. এসএম ইকরাম-আবাসিক মেডিকেল অফিসার; জনাব আনিসুর রহমান- উপজেলা সমাজসেবা কর্মকর্তা; জনাব ডা. মো. সামিউল ইসলাম সবুজ-করোনা ফোকাল পারসন ;
ডা. মো. রশিদুল ইসলাম-ডেন্টাল সার্জন;
ডা. মো. আবদুল্লাহ আল গালিব-মেডিকেল অফিসার, জনাব মো. আলম হোসেন-এম্বুলেন্স ড্রাইভার ;জনাব হাফিজুর রহমান-তেঘরা ইউপি সদস্য সহ প্রমুখ।




error: Content is protected !!