মঠবাড়িয়ায় ৫ গ্রামে শুরেশ্বর অনুসারীদের ঈদ-উল-আযহা উদযাপন

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে আজ মঙ্গলবার সকালে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন। পরে তারা গরু ছাগল জবাই দিয়ে আল্লাহর নামে কোরবানি দিয়েছেন। উপজেলার সাপেলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, চড়কগাছিয়া ও খেতাছিড়া এই ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৫ শতাধিক পরিবার ঈদ উদযাপন করেন।
জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফরহাদ মেম্বর বাড়ি এবং সকাল ৯টায় শামসুল আলম খন্দকার বাড়ি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য সিপন খন্দকার জানান, বৃষ্টির কারণে এবার মসজিদের মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেন ও দু’টি ঈদ পালন করে আসছেন




error: Content is protected !!