মণিরামপুরে প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল খালেকের ইন্তেকাল; নেতৃবৃন্দের শোক
ইমরান খান/জেলা প্রতিনিধি (যশোর):
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের প্রবীণনেতা মণিরামপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুল খালেক (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহে……. রাজেউন)। তিনি মণিরামপুর পৌরসভার গাংড়া গ্রামের মরহুম দোলো মোড়লেল পুত্র। শুক্রবার জুম্মাবাদ মরহুমের নামাজে শেষে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, মরহুম আব্দুল খালেক বৃহষ্পতিবার সকাল ১০ দিকে হৃদরোগে আক্রান্ত হয়। এ সময়ে তাকে দ্রæত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক দ্রæত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরে তার অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে আসলে তাকে নিজবাড়ীতে আনা হয় এবং প্রয়োজনীয় সেবা ও দেখভালের ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু এদিন রাত ১০টার দিকে হঠাৎ তার শাররীক অবস্থার অবনতি ঘটে এবং রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার জুম্মাবাদ দুপুর ২ ঘটিকায় মরহুমের নিজ গ্রামে প্রতিষ্ঠিত মণিরামপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুমন দাস জানান, মরহুম হাজী আব্দুল খালেক ছিলেন একজন দেশ প্রেমিক ও মুক্তিযুদ্ধের অন্যাতম সংগঠক। সকল শ্রেণিপেশার মানুষের কাছে একজন আদর্শবান মানুষ ছিলেন তিনি। সৎ এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি সমাধিক পরিচিত। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও সকল লোভ-লালসার উর্ধে থেকে মানুষের জন্য করেছেন। নিজের সততা এবং দলের আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুতি হয়নি কখনো।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ জনপ্রতিনিধিগণ।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা এম,এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামীলীগনেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. বশির আহম্মেদ খান, মণিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শারফ হোসেন, আওয়ামীলীগনেতা মোজাম্মেল হোসেন মেইল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান মিল্টনসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ।