মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেনের ইন্তেকাল।

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ কালীগঞ্জের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ইন্তেকাল করেছেন। সোমবার (৩ মে ২০২১) তারিখে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্নাইলাহে রজিউন) মুত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মুক্তিযোদ্ধা কালীন সময়ে আবুল হোসেন ভারতের সরণার্থী ক্যাম্পের ট্রেনারের দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি কালীগঞ্জ বেজপাড়া গ্রামের মৃত সমশের আলী মন্ডলের ছেলে।মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৮ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামী কাল মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাসভবন বেজপাড়াতে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।গত ৩০ এপ্রিল ব্রেন স্ট্রোক করে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি ছিলেন




error: Content is protected !!