মুড়ারবন্দে হযরত সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার হাফেজ কে পাগড়ি পরিধান

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হযরত শাহজালাল ইয়ামেনী (রহঃ) সিলেট সফর সাথী ও তরফ রাজ্য বিজয়ী
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১২০ আউলিয়া পূণ্য ভূমি মুড়ারবন্দ
দরগাহ হযরত সিপাহসালার (মাদনী) সৈয়দ নাসির উদ্দিন (রহঃ)
হাফিজিয়িা মাদ্রাসার হাফেজকে পাগড়ি পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো শুক্রবার (১৮ ই মার্চ)
বিকালে দরবার শরীফের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মুড়ারবন্দ দরগাহ মসজিদ
কমিটির আয়োজনে এবং মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফের
মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফির
সভাপতিত্বে ও খাদেম সৈয়দ মুরাদ আহম্মদ চিশতীর সার্বিক
সহযোগিতায় এবং মুড়ারবন্দ দরগাহ মসজিদ কমিটির সহ সভাপতি
মোঃ মোস্তফা কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন চুনারুঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,
জেলা যুব লীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভা মেয়র মোঃ আতাউর রহমান
সেলিম, বাংলাদেশ অনুদা ইনসি এমডি ও সমাজসেবক আব্দুল মালেক
(জাপানি), চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান
চৌধুরী রুমান, নবীগঞ্জের সমাজসেবক হাজী সাহিদুর রহমান
চৌধুরী সাফি, বীর মুক্তিযোদ্ধা ডক্টর ওয়াহিদুর রহমান চৌধুরী,
ইউ.কে প্রবাসী ও সমাজসেবক সৈয়দ শাকিল আহম্মদ, ব্যবসায়ী সৈয়দ
মহিদুল হাসান সুজন। এছাড়া অন্যান্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন
আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আফছার আহম্মদ, হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও
দরবার শরীফের মসজিদের ইমাম হাফেজ মোঃ নিয়ামত আলী, চুনারুঘাট
প্রেস ক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, শায়েস্তাগঞ্জ
অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও ছাওয়াল পীর মাজার শরীফের নায়েব
মোতাওয়াল্লী সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম
সৈয়দ কবির আহমেদ চিশতী, এডভোকেট সৈয়দ লিমন আহমেদ, নজরুল
আহম্মদ চিশতী, সুয়েল আহমেদ চিশতী, সৈয়দ মঈন উদ্দিন অলি, ইমান
আলী মেম্বার প্রমূখ। সভাশেষে হাফিজিয়া মাদ্রাসার পঞ্চাশ জন
হাফেজকে পাগড়ি পরিধান করান এবং ছাত্র শিক্ষকদের হাতে উপহার তুলে

দেন প্রধান অতিথি ও সভাপতি সহ অতিথিবৃন্দ। পাগড়ি পরিধান শেষে
দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।




error: Content is protected !!