রমজান মাসের নফল ইবাদত

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ৬, ২০২০

মাওলানা সৈয়দ আবুল কালাম, ইসলামিক আলোচক বাংলাদেশ টেলিভিশন ও এশিয়ান টিভি ঢাকা। মহান আল্লাহ পবিত্র রমজান মাসে তার বান্দা ও বান্দির জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। বান্দা বান্দি যেন তাকওয়া অর্জন করতে পারে। আসুন আমরা রমজান মাসে কি কি নফল ইবাদত করতে পারি। আমরা নফল ইবাদতের মধ্যে পবিত্র কোর আনুল কারীম তেলাওয়াত করতে পারি ইমাম আযম আবুহানিফা রাহিমাহুল্লাহ পবিত্র রমজান মাসে ৬১ বার কোর আন খতম করতেন সুবাহানাআল্লাহ। কোর আন নাজিল হওয়ার কারনে পবিত্র রমজান মাস সন্মানিত আমরা যেন বেশি বেশি কোর আন তেলাওয়াত করি। নফল সালাত, দুরুদ শরীফ বিভিন্ন তাসবীহ ও তাওবা ইস্তেকফার করি। আল্লাহ যেন আমল করার তাউফিক দেন।




error: Content is protected !!