রুপগন্জের গোলাকান্দাইল গরু হাট। চিরচেনা সেই গরুর হাটেই ঈদ উপলক্ষে বসেছে চামড়ার হাট। দুর দুরান্ত মফস্বল শহর থেকে চামড়া নিয়ে আসে ছোট ব্যাবসায়ীরা। তবে এবছর চামড়ার দাম অর্ধেকেরও কম হওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন চামড়া ব্যাবসায়ীরা। এতে করে আড়ৎ দারের চেয়ে বেশি বিপদে পড়ছেন মফস্বল শহর থেকে চামড়া নিয়ে আসা ছোট ব্যাবসায়ীরা।
তারা জানান এবছর চামড়ার দাম কম হওয়ায় তাদের মাথায় হাত। যদি এখনো চামড়া রপ্তানি ও সংরক্ষণ নিয়ে সরকার দ্রুত ও যুগোপযোগী ব্যাবস্হা না নেয় তাহলে পরবর্তী তে এ চামড়া শিল্প ব্যাপক হুমকির মুখে পড়বে । এনিয়ে শংকার মুখে আছে চামড়া ব্যবসায়ীরা।