রূপগঞ্জে উৎসব মূখর পরিবেশে  শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২
মোঃ রাসেল মোল্লা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
সারা বিশ্বের ন্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন  শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা অর্চনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। রূপগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের আকাশে বাতাসে ভাসছে শঙ্খ,
উলুধ্বনি আর ঢাকের বাজনার শব্দ। বাংলাদেশসহ পৃথিবীর সকল মানুষের উপর সন্ত্রাস,জঙ্গীবাদ, ধর্মের নামে অপরাজনীতি, ঝগড়া, বিবাদ সহ সকল অন্যায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সমাজ থেকে দূর করার শিক্ষা দিয়ে শুক্ল পক্ষের দশমী তিথিতে বিদায় নিয়েছেন দূরগতি নাশিনী দেবী দূর্গা।
প্রতিটি পরিবারে যেন গৃহ ও খাদ্যের অভাব  পূরণ করার জন্য শুক্লপক্ষের পূর্নিমা তিথিতে সৃষ্টি কর্তার পক্ষ থেকে শান্তীর প্রতীক রূপে  পৃথিবীতে এসেছে কোজাগরী  শ্রী শ্রী লক্ষ্মী দেবী। তাই সনাতন ধর্মের প্রতিটি পরিবারে ছোট বড় প্রতিমা দিয়ে চলছে লক্ষ্মী দেবীর  পূজা অর্চনা। সনাতন ধর্মাবলম্বী চাওয়া যেন প্রতিটি পরিবার গৃহ ও খাদ্য অভাব না করে সুখে শান্তিতে বসবাস করতে পারে।প্রতি বৎসরের ন্যায় রূপগঞ্জের মুড়াপাড়া, ভুলতা,কাঞ্চন,রূপগঞ্জ সদরসহ এবারও প্রায় অর্ধ শতাধিক সামাজিক ভাবে বড় আকারে লক্ষ্মী দেবীর প্রতিমা দিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমূখর পরিবেশে ধন-সম্পদের দেবী শ্রী শ্রী লক্ষ্মীর পূজা অর্চনা হচ্ছে। প্রচীনকাল থেকেই রাজামহারাজা,ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় প্রতিটি বাঙালী হিন্দুর ঘরে লক্ষ্মীপূজা করা হয়। এ উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। রবিবার থেকে শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত পূজা অনুষ্ঠিত হবে। রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ মুনিপাড়ার মন্দির কমিটির সভাপতি শ্রী শম্ভু নাথ দাস জানায়, আমাদের পাট ও বস্ত্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর ,চেয়ারম্যান
হাজী ছালাউদ্দিন ভূইয়া আমাদের ওয়ার্ড মেম্বার লিটন প্রধান সহ এলাকার হিন্দু মুসলিম সকলের সহযোগিতায় আমরা ভালো ভাবেই শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন করছি।দক্ষিণ পাড়ার মন্দির সভাপতি শ্রী পরেশ দাস ও সাধারন সম্পাদক শ্রী রন্তেরশ্বর দাশ
ও পূজা কমিটির সদস্য শ্রী কিশোর চন্দ্র দাস , শ্রী সূর্য মহন দাস ,
শ্রী বিশু চন্দ্র দাস , ও শ্রী হিরেন্দ্র চন্দ্র দাস  পূজা কমিটির পক্ষথেকে রূপগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
তাং – ১১-১০-২২ ইং



error: Content is protected !!